একরকম্ব
এই স্কেল দিয়ে সাধারণ বিশাল এলাক আনুমানিক হিসাব করার জন্য ব্যবহার হয়ে থাকে, ধরুণ আপনি একটি মৌজার ৫০ টি দাগের আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করতে চান, তাহলে এই একর কম্ব দিয়ে মোটামোটি ৯৫% থেকে ৯৯% পর্যন্ত যথাযথ হিসাব পেতে পারেন। একজন ভূমি জরিপ জানা ব্যক্তি অবশ্যই এই স্কেলটিও সংগ্রহে রাখে।
বিশালাকার মৌজা দাগ অথবা একাদিক মৌজা দাগ নাম্বার হিসাব করার জন্য এই স্কেলটি ব্যবহার হয়ে থাকে, তবে নির্দিস্ট একটি মাত্র দাগ পরিমাপ করার জন্য এই স্কেল ব্যবহার না করাই শ্রেয়, এটি সাধারণত পিতল নির্মিত, তবে বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে প্লাস্টিকের একর কম্ব পাওয়া যায়। পিতলের একর কম্ব তে নির্দিস্ট ঘরে টান টান করে সুতা লাগাতে হয় কিন্তু প্লাস্টিকের একর কম্ব স্কেলে এসব জামেলা নেই এবং সহজেই বহন যোগ্য।
Reviews
There are no reviews yet.