![](https://courses.lawacademybd.com/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-05-at-20.29.31-768x751.png)
আমাদের কোর্সের বৈশিষ্টসমূহঃ
- মোট ৩০ ক্লাসে ভূমি জরিপের সকল প্রয়োজনীয় বিষয় আলোচনা করা হয়েছে।
- প্রত্যেক ক্লাসের আলাদা আলাদা লেকচার শীট রয়েছে।
- প্রত্যেক ক্লাসের জন্য পরীক্ষা / কুইজ রয়েছে। যাতে আপনার অধ্যায়নের অবস্থায় বুঝতে পারেন।
- কারিগরি শিক্ষাবোর্ডের সিলিবাস আলোচনা করা হয়েছে। চাইলে কারিগরি শিক্ষাবোর্ডের সার্ভে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
- প্রত্যেক শুক্রবার রাত ৯ঃ২০ থেকে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে যেকোন বিষয় জুম এপে ইন্সট্রাকটর থেকে সরাসরি বুঝে নিতে পারবেন।
- সার্ভে কমিশনারের রিপোর্ট প্রস্তুতের নিয়ম কানুন ও ফরমেট শিখতে পারবেন।
- সার্ভেয়ার / আমিন / দলিল লিখকের যাবতীয় কাজ সিলেবাস অনুসারে ধারাবাহিক ভাবে আলোচনা করা হয়েছে।